বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত আকরাম খান রাব্বির বাবা-মা তাদের সন্তানের মৃত্যুর বিচার ও নিহতদের শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন। ১৯ জুলাই রাজধানীর মিরপুর ১০ নম্বরে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন রাব্বি। তিনদিন পর ২১ জুলাই তার দাফন সম্পন্ন হয়।
রাব্বির বাবা ফারুক খান বলেন, "আমার ছেলে শুরু থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনে ছিল। অফিসের ফাঁকে আন্দোলনে যোগ দিত, নিজের বেতনের টাকা দিয়ে আন্দোলনকারীদের জন্য খাবার কিনত। গুলির পর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, কিন্তু সেখানেই মৃত্যু হয়। আমি ছেলের লাশ নিয়ে আসতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে দিতে অস্বীকৃতি জানায়। তিনদিন পর যখন লাশ পেলাম, তখন তা পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল।"
ফারুক খান আরও বলেন, "আমি চাই, যারা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেওয়া হোক। একই সঙ্গে আহতদের পুনর্বাসন করতে হবে। আমি এই হত্যার বিচার চাই।"

Comments